মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
কুমিল্লার চান্দিনা উপজেলার সকল পত্রিকা হকারদের মাঝে মাস্ক, গ্লাভস ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পত্রিকা হকারদের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করেন তিনি।
এতে করোনা ভাইরাস সংক্রামন সতর্কতায় কর্মহীন হয়ে পড়া উপজেলার সকল পত্রিকা বিক্রেতার মুখে হাসি ফুটেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে অফিস-আদালত, হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় হকররা পত্রিকা বিতরণ করতে পারছেন না। কর্মহীন হয়ে পড়েছেন ওই সব হকাররা। যারা প্রতিদিন সকালে সকলের ঘরে পত্রিকা পৌঁছে দিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের অন্য কোন পেশাও নেই। তাই স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা জুড়ে যেসব হকার রয়েছেন তাদেরকে একত্রিত করে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সহ কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়।