স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশের আকাশের ময়মনসিংহ এবং জামালপুরে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ শুক্রবার রাত থেকে তারাবির নামাজ এবং সেহরি করবেন মুসলমানরা।
সভায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে তারাবিহ পড়ানোর আহবান জানান তিনি। আজ ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও দুই জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে মসজিদে এশা ও তারাবি’র নামাজে অংশ নিতে পারবেন।