দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ আবু আহমাদ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করা হয়।

দারুসসালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু আব্দিল্লাহ মুহাম্মদ রুহুল আমিন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার মো. তফাজ্জল হোসেন সেলিম, পরিচালক ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং মাওলানা মো. মনির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, মাওলানা আবদুর রশিদ, মো. ফরিদ উদ্দিন, মো. সোহাগ মিয়া, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা মো. মেহেদী হাসান, মোসা. খাদিজা আক্তার ও হোসনা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।