মনোনয়ন না পাওয়ায় রাজনীতি থেকে চিরতরে অবসরের ঘোষণা বিএনপির সাবেক এমপির

ডেস্ক রিপোর্ট।।
মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় রাজনীতি থেকে চিরতরে অবসরের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সালিমুল হক কামাল লেখেন, দীর্ঘ ৭ বছর কারাবাস, রাজনৈতিক অবহেলা ও পরিবারের চরম ভোগান্তির কারণে তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন। জীবনের বাকি সময় পরিবার নিয়ে শান্তিতে কাটাতে চান।

দীর্ঘ সময়ের রাজনীতির স্মৃতিচারণ করে তিনি লেখেন, ২০০৮ সালের পর তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০১৭ সালে একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘ কারাবাস শেষে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অসুস্থ শরীরে তিনি ২২ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। মুক্তির দিন নেতাকর্মীদের ভালোবাসা ও আবেগ তাকে গভীরভাবে স্পর্শ করে।

সালিমুল হক কামাল জানান, মুক্তির পর গত ১৬ মাসে মাত্র চারবার মাগুরায় আসেন ও প্রতিবারই নেতাকর্মীদের চোখে ভালোবাসার পাশাপাশি দীর্ঘদিনের কষ্ট ও বেদনা দেখেছেন। গত ১৬ বছর ধরে মাগুরার ত্যাগী নেতাকর্মীরা মামলা, হামলা, জেল ও নির্যাতন সহ্য করেও বিএনপির পতাকা আঁকড়ে ধরে রেখেছেন।

তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও অনুভূতির কোনো মূল্য দেওয়া হচ্ছে না। ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের জন্য মাগুরা-২ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণার পর তৃণমূলে যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার ফল।

তিনি আরও দাবি করেন, মাগুরা-২ আসনের ৫১৩ জন দায়িত্বশীল নেতার মধ্যে ৫০১ জন, ১৯টি ইউনিয়নের ১৮ জন সাবেক চেয়ারম্যান ও দুজন সাবেক উপজেলা চেয়ারম্যান লিখিতভাবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তবে তৃণমূলের সেই মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসনের চেষ্টা দলকে আদর্শিকভাবে দুর্বল করছে। এতে ভবিষ্যতে দলের ভিত্তি নড়বড়ে হয়ে পড়তে পারে।

তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ধর্মভীরু ভোটারদের একটি অংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়তে পারে, এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে ফিরলে দলের অবস্থান কী হবে, সেটিই ছিল তৃণমূলের প্রধান দুশ্চিন্তা।

স্ট্যাটাসে সালিমুল হক কামাল লেখেন, তৃণমূলই দলের প্রাণ। হাজার হাজার ত্যাগী কর্মীকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিলে দল শক্তিশালী না হয়ে ভেতর থেকে ক্ষয়ে যায়। মাঠপর্যায়ের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়লে তার দায়ভার দলকেই নিতে হবে।

নির্বাচনের কথা উল্লেখ করে তিনি লেখেন, নেতাকর্মীদের চাপে পড়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে দলের বর্তমান অনড় অবস্থান দেখে তিনি বুঝেছেন, তৃণমূলের যুক্তি ও আবেগের কোনো মূল্য নেই।

সবশেষে পরিবারের একান্ত অনুরোধে তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিচ্ছেন বলে জানান কাজী সালিমুল হক কামাল।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, একটি ভুল সিদ্ধান্তে যেন তারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করেন।

এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ বলেন, সালিমুল হক কামালের ফেসবুক পোস্ট দেখেছি। সেখানে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য। তার বয়স হয়েছে। সক্রিয় রাজনীতি থেকে অবসর কিংবা নির্বাচন না করার সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। তবে এর অর্থ এই নয় যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন বা অন্য কোনো দলে যাচ্ছেন।