বিদ্যুতের ‘কার্ড মিটার’ সরাতে চৌদ্দগ্রামে গ্রাহকদের বিক্ষোভ

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতখাতে দুর্নীতি প্রতিরোধে ‘কার্ড মিটার’ সরাতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে গ্রাহকরা।
মঙ্গলবার উপজেলা কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে গ্রাহকরা চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসের সামনে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা বৈদ্যুতিক কার্ড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে সোমবার বিভিন্ন এলাকায় ওয়াপদা অফিসের সামনে অবস্থান কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমিটির আহবায়ক জালাল উদ্দিন মজুমদারের নেতৃত্বে গ্রাহকরা ওয়াপদার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওয়াপদা আবাসিক প্রকৌশলীর সাথে গ্রাহকদের টিমসহ মতবিনিময় করে। সভায় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আবু তাহের, ব্যবসায়ী মোঃ সোহেল, গাজী লিটন, মোঃ এয়াছিন।

পরে গ্রাহকদেরকে তাদের সমস্যাগুলো স্মারকলিপি আকারে দাখিলের জন্য বলা হয়। এরপর অবস্থান কর্মসূচি শেষ করে গ্রাহকরা।
তাদের দাবি, বিদ্যুতের কার্ড মিটার তুলে নিতে হবে। গ্রাহকের বিল মিটার ফেরত দিতে হবে। কার্ড মিটার দেশের বেকারত্ব বাড়াবে। কার্ড মিটারে গ্রাহকের নিকট বিল পরিশোধের প্রমাণ থাকে না। কার্ড মিটারে গ্রাহকের বিলের টাকা হ্যাকিং করে নিয়ে যেতে পারে। শিগগিরই এসব সমস্যার সমাধান চান গ্রাহকরা।

চৌদ্দগ্রাম ওয়াপদা’র আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আন্দোলন করা গ্রাহকদের সাথে মতবিনিময় হয়েছে। তাদের দাবি স্মারকলিপি আকারে দাখিলের জন্য বলা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।