// পরিমল দাস //
২০১৯ সালের শেষের দিকে প্রায় দেড়শত কোটি জনসংখ্যার চীন দেশের উহান প্রদেশে সংক্রমণ ব্যধি দেখা দেয়। ব্যধিটি জ্যামিতিক হারে চক্রাকারে ছড়িয়ে পড়ে। ব্যধিটির নাম হয় কোভিট ১৯, অর্থ্যাৎ নভেল করোনা ভাইরাস। রোগটি দ্রুত ছড়াতে থাকলে চীন সরকার তাদের জনগণ এবং গোটা বিশ্বকে সুরক্ষা রাখতে উহান প্রদেশটি লক ডাউন করে দেয়। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অতিম স্বল্প সময়ে নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখে। সমগ্র চীনে করোনা ভাইরাসে আত্রুান্ত প্রায় লক্ষাধিক এবং মৃতের সংখ্যার প্রায় চার হাজারের কাছাকাছি ছিল। ২০২০ সালের শুরুতে বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করে। করোনা ভাইরাসের চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞানীগণ এখন পর্যন্ত কোন ভ্যাকসিন আবি্ষ্কার করতে না পারলেও প্রচলিত চিকিৎসা ব্যবস্থা এবং চীন সরকার লক ডাউন পদ্ধতি এবং গণ সচেতনার মাধ্যমে সামাজিক দূরত্ব তৈরি করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা অনে্কাংশে কম। করোনা ভাইরাসটি যখন সূদুর চীন মহামারী আকারে দেখা দিল তখন বিশ্বে অধি্কাংশ দেশ ভাইরাসটি চীনের আবিষষ্কার এবং অনেরক ধর্মীয় নেতারা তাদের উপর সৃষ্টিকর্তার গজব বলে উল্লে খ করেন। সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশের জনসাধারণও মনে করলো এ ভাইরাস আমাদের দেশে আসবে না কিংবা আমাদের কিছুই হবে না। এসব সমীকরণের ক্ষেত্র উপেরক্ষা করে বিশ্বায়নের যুগে খুব দ্রুতই করোনা ভাইরাস চীন হতে বিশ্বের প্রায় একশত আশিরটা দেশে বিস্তার লাভ করে। অনোক করোনা ভাইরাস রোগী চিহিৃত হয়। বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া পরস্পরের সাথে স্থল বন্দর ও সীমানা ঘেঁষা দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধে ক লোক এই চারদেশে বসবাস করে। চীন ও ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হওয়ায় আমরাও করোনা নামক সংক্রমণ ব্যধিতে বেশি ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। তথাপি আমাদের দেশে সেভাবে করোনা ভাইরাস তার জীবানু ছড়াতে পারে নাই। আমাদের দেশে মোট সংখ্যা প্রায় আঠারো কোটি। এদেনর মধ্যে প্রায় এককোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে। এতো জনসংখ্যার ঘন বসতি রাষ্ট্র পৃথিবীতে কম। তাছাড়া আমরা জাতি হিসেবে আবে্গপ্রবণ। অর্থনৈতিকভাবে আমার উন্নয়নশীল রাষ্ট্র। উন্নয়নশীল রাষ্ট্রে ঘনবসতি সংখ্যার মধ্যে করোনা নামক মরণঘাতি ছোঁয়াছে ভাইরাস জ্যামিতিক হারে চক্রাকারে বৃদ্ধি পাবে এটাই
স্বাভাবিক। করোনা ভাইরাস যাতে ব্যাপক হারে বিস্তার লাভ না করে সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত কথা অনুধাবন করে সরকার প্রথম পর্যায়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। বাঙ্গালী জাতি যখন তার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী গত ১৭ মার্চ উদযাপনের জন্য উদগ্রীব ছিল। সরকার জনসাধারণের কথা বিবেচনা করে ঘরোয়া ভাবে অনুষ্ঠান উদযাপনের জন্য অনুমতি প্রদান করে। জাতীয় পর্যায়ে সকল অনুষ্ঠান স্থগিত করেন। সরকার জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা সকল সরকারি প্রতিষ্ঠান সাময়িক ছুটি ঘোষণা করে। আমাদের উন্নয়নশীল ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণ ব্যধি মহামারী আকার ধারণ করলে চিকিৎসার জন্য আমাদের দেশে পর্যাপ্ত ডাক্তার ও হাসপাতাল নেই। আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নই। এমতাবস্থায় পুরো দেশ লক ডাউন কিংবা গণসচেতনা বৃদ্ধি এবং সামাজিক নিরাপদ দূরত্ব সৃষ্টি করতে না পারলে আমাদের মত আবেগপ্রবণ, স্বাস্থ্য সচেতনহীন জাতিকে করোনা ভাইরাস ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে । যদি কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবানু থাকে সে ব্যক্তি প্রথম দশ থেকে চৌদ্দ দিন কিছু্ বুঝতে পারবে না। ঐ ব্যক্তি কোন কিছু বুঝার পূর্বেই অনেক ব্যক্তি সংস্পর্শে যাবে। তার থেকে আরও অনেক ব্যক্তির দেহে করোনা নামক ছোঁয়াছে ভাইরাসটি প্রবেশ করবে। আবার ঐ সমস্ত ব্যক্তিরাও প্রাথমিক পর্যায়ে বোঝার আগেই আরও অনেক ব্যক্তি সংস্পর্শে চলে যাবে। এভাবে মরনঘাতি ভাইরাসটি ব্যাপক হারে বিস্তার লাভ করবে। সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সরকার প্রচার প্রচারণা করা স্বত্ত্বেও আমরা সুশিক্ষিত জ্ঞানপাপী থেকে শুরু করে আবাল বৃদ্ধ সকলে ঘরে থাকার বদলে ছেলে মেয়েদের স্কুল বন্ধের সুযোগ নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে সমূহে এতো বেশি ভীড়ের সমাগম ঘটিয়েছি যে, যেন সরকার ছেলে মেয়েদের স্কুল, কলেজ ছুটি দিয়েছে তাদের পিকনিক করতে। পর্যটন কেন্দ্র থেকে তাদের তাড়ানো জন্য সরকার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। বাঙ্গালী প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে এদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে, একথা অস্বীকার করার মত অকৃতজ্ঞ আমি নই। প্রবাসীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও বার্তায় তাদের দেশ প্রেমের কথা বর্ণনা করেছেন। কিন্তু এই মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের ক্ষেত্রে তারা দেশপ্রেম কিংবা নিজের পরিবার পরিজন এবং দেশের জনগণের প্রতি কতটুকু দেশপ্রেম দেখিয়ে, তা তাদের বর্তমান আচরণ দেখে বোঝা যায়। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভালো করেই জানেন যে, উন্নত বিশ্বের মত আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত না। তথাপি তারা পরিবার পরিজনসহ গোটা দেশের মানুষ বিপদে ফেলতে বাংলাদেশে আসছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে আসার পরও যদি তারা সরকারের নির্দেশনা মোতাবেক কমপক্ষে চৌদ্দ পনের দিন হোম কোয়ারেন্টাইনে থাকত, তবুও আমাদের দেশের জনগণ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকত। প্রবাসীদের অনেকে অধিক সংক্রমণ দেশ থেকে এসে তাদের ইচ্ছামত ঘোরাফেরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াসহ দেশের শান্তি প্রিয় জনসাধারণের সংস্পর্শে এসেছে। পুলিশ খুঁজবে এই ভয়ে হোম কোয়ারেন্টাইনে না থেকে পলাতক আছে। যেহেতু করোনা ভাইরাসটি ছোঁয়াছে, সেহেতু প্রবাসীরা যদি বিদেশ থেকে আমাদের দেশে আপাতত না আসতো তাহলে করোনা বিস্তার কম হতো। আমরা এতোটা শংকার মধ্যে দিনাতিপাত করতে হতো না। এমনকি সবাই যদি সরকারি নির্দেশনা মোতাবেক চৌদ্দদিন হোম কোয়ারেন্টাইনে রাখা যেত তাহলে এ রোগ এতোটা বিস্তার লাভ করতে পারতো না। সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পর অনেক অভিভাবক তাদের ছেলে মেয়ের নিয়ে যখন অবসর সময় কাটতে বিভিন্ন পিকনিক স্পটে ঘোরাঘুরি করল, তখন আমরা ফেসবুক নেটিজনরা তাদের সমালোচনা ব্যস্ত হয়ে পড়লাম। ফেসবুক লগইন করলেই অনেক জ্ঞানীগুণী বিশেষজ্ঞদের দেখা মিলতে লাগলো। তখন মনে মনে ভাবলাম এবার মনে হয় শিক্ষার্থীদের অভিভাবক ছাড়া সকলেই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। তার কিছুদিন পর সরকার যখন ঘরে থাকার জন্য দশ দিনের সাধারণ ছুটি ঘোষনা করল, তখন করোনা বোদ্ধাসহ সকল সচেতন এবং ভবিষ্যৎ গণনাকারীগণ সেটাকে ঈদের ছুটি মনে করে রেল, বাস, স্টিমারে যেভাবে নাড়ির টানে যাত্রা শুরু করল, তাতে মনে হলো ছুটি ভোগকারী কারো শরীরে করোনা ভাইরাস নামক জীবানু নেই। সকলেই করোনা ভাইরাসের জীবানু থেকে মুক্ত। যদি কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবানু থাকে সে যেমন অনিরাপদ, তেমনি সে তার সুন্দর পরিবারের জন্য হুমকি স্বরুপ। আপনি ঘরে বসে না থেকে যেমন নিজেকে অনিরাপদ করে তুলছেন, অন্যদিকে আপনার অবাধ বিচরণ আপনার পরিবার পরিজনদেরকেও হুমকি এবং পুরো জাতিকে করেছেন আতংকিত। আপনার দায়িত্বহীন আচরণের কারণে যদি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করে এর দায়ভার আপনি কার উপর বর্তাবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা বাস, রেল, স্টিমারে এবং পণ্য পরিবহনের কাভার্ড ভ্যানে গাদাগাদি করে নিজ গন্তব্যে গেছেন, তারা অন্তত সরকারের বাকী নির্দেশনা মেনে নিজ বাড়িতে কমপক্ষে দশ দিন বিশ্রাম করেন। উক্ত সময়ে পরিবারের অন্য কোন সদস্যকে প্রতিবেশী কারো সাথে মিশতে বারণ করেন। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পূর্বেই আমাদের অসাধু ব্যবসায়ীরা সময় সুযোগ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। অসাধু ব্যবসায়ী ও কালোবাজারীরা নিশ্চিত মহান সৃষ্টিকর্তা শুধুমাত্র তাদেরকেই মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা করবে। তাদের সংস্পর্শে আসবে না। আমরা নিজেদের স্বার্থে বেলায় কোন রোগ বালাইসহ কোন নিষেধাজ্ঞা মানি না এবং মানতেও চাই না। স্বাধীনতার পর আমরা বাঙ্গালী জাতি অনেক কিছু অর্জন করলেও এখনো গুজব নামক বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বের হতে পারিনি। গুজবের বিষয় গুলো জেনেও তথ্য প্রবাহের অবাধ যুগে গুজবের বিষয় গুলো প্রথমে নিকটস্থ বন্ধুদের নিকট শেয়ার করি। আপনি মজা করার জন্য গুজবের যে বিষয় গুলো আপনার নিকটস্থ বন্ধুকে শেয়ার করছেন। ঐ বন্ধু হয়তো আর মজার জন্য তার নিকটস্থ আরও বন্ধুদের শেয়ার করছে। আর আপনি জানতেও পারলেন না, আপনার তৈরি করা গুজবে একশ্রেণীর অসাধু লোকজন উপকৃত হচ্ছে এবং বৃহত্তর জনগোষ্ঠি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আপনি যদি বিকৃত মানসিকতার মানুষ না হোন আজই গুজব তৈরি ও ছড়াতে বিরত থাকুন। দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকদের ঘরে ফেরাতে দেশের আইন শৃংখলা বাহিনীকে নিজেকে ও পরিবারকে নিশ্চিত বিপদের মুখে ঠেলে আপনাদের ঘরে ফেরানো চেষ্টা অব্যাহত রাখছে। আর আমাদের মধ্যে কিছু সংখ্যক অতি উৎসাহী জনগণ লক ডাউন ঠিক জনগন মানছে কিনা? তা দেখার জন্য ঘর থেকে বের হচ্ছেন। এ রকম মন মানসিকতা পরিহার করে সকলে আমরা বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরে অবস্থান করলে, তাহলে মহামারী ছোঁয়াছে করোনা ভাইরাসের সংক্রমণ হতে নিজেকে এবং দেশকে রক্ষা করতে পারি। ইতোমধ্যে সকলে আমরা অবগত হয়েছি যে, যাদের সর্দি, কাশি ও হাঁপানির সমস্যা আছে, তারা যদি এই রোগে সংক্রমণ হয়, তাহলে সে সব রোগীদের ঝুঁকি বেশি। তাছাড়া বৃদ্ধদের হৃদপিন্ড শিশু ও যুবকদের তুলনায় কম কাজ করে। তাদেরও এ রোগে সংক্রমণ হলে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। দেশে কয়েক জন রোগীর মধ্যে করোনা ভাইরাস ধরা পড়ার পরও আমার কাছে প্রবাসী, সেবা প্রত্যাশী অনেক লোকজন এসেছে। এছাড়াও জনসাধারণ ও বন্ধুবান্ধবদের সাথে আমার সখ্যতা ছিল বেশি। তাদের সাথে বিভিন্ন সময়ে আড্ডা, একত্রে খাওয়া দাওয়া অনেক করেছি। তাদের মধ্যে থেকে যদি কারো করোনা ভাইরাস থাকে, তাহলে আমার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার যেহেতু সর্দি, কাশি ও হাপানির সমস্যা আছে,তাতে আমি সবচেয়ে বেশি করোনার ঝুঁকিতে। একমাত্র সামাজিক নিরাপদ দূরত্ব ছাড়া আপাতত আমাদের এই করোনা ভাইরাস মোকাবেলা করার করার সামর্থ্ কম বিধায় আমাদের সকলের উচিত বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকা। আসুন আমরা আমাদের সুরক্ষা বজায় রাখতে ঘরে থাকি, নিরাপদে থাকি এবং দেশকে নিরাপদে রাখি।
লেখকঃউপ পুলিশ পরিদর্শক,পিপিএম পদক প্রাপ্ত, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।