সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বারে মা ও মেয়েসহ নতুন করে আরো ১৪ জনের দেহে কোভিড ১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে রবিবারে প্রাপ্ত ৩৬ টি নমুনার রিপোর্ট’র মধ্যে ওই ১৪ টি পজিটিভ পাওয়া যায়।
জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভোষনা গ্রামের এক মা ও তার ১৯ মাসের মেয়ে এবং মোহনা আবাসিক এলাকার স্বামী-স্ত্রী দুই জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া দেবিদ্বার থানার এক স্টাফ, নাভানা ফার্মার এক বিক্রয় প্রতিনিধি, দক্ষিণ ভিংলাবাড়ি, কালিকাপুর, বাঙ্গুরী, বিষ্ণুপুর, নবীয়াবাদ , বারেরায় একজন করে এবং ধামতী গ্রামে দুই জন সহ মোট ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে ।
এদিকে পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় রবিবার আরও ১৪ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১৪০৬টি, মোট প্রাপ্ত রিপোর্ট ১৩১২টি, রিপোর্ট বাকী আছে আরও ৯৪ টি। মোট পজিটিভ সনাক্ত হয়েছে ২৮৫ জন, মৃত্যুবরণ করেছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৫৫ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছে ১০৮ জন এবং হাসপাতালে ভর্তি আছে ৪ জন।