চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সদরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন চান্দিনা থানার নবাগত অফিসার ইন-চার্জ শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে চান্দিনা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ্, চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হানিফ সরকার, রতন সাহা, তপন সাহা, নির্মল সাহা, সেন্টু চন্দ্র পাল, সুবল রায়, মন্তাজ মিয়া প্রমুখ।
নবাগত অফিসার ইন-চার্জ শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।