কুবি প্রতিনিধি।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে কুচক্রীমহল চেয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে গলা টিপে হত্যা করতে। ষড়যন্ত্রকারীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা আমাদের মধ্যেই আছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) আয়োজিত ভার্চুুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। মন্ত্রী উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে প্রান্তিক গরিব ছাত্র-ছাত্রীরাও যাতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের চেষ্টা করতে বলেন।
২৯ আগস্ট বিকালে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, বঙ্গবন্ধুকে হত্যা শুধু কতিপয় বিপথগামী গোষ্ঠির চক্রান্তই নয় এটি দেশী ও আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শিক্ষকবৃন্দও শক্তিশালী ভূমিকা রাখতে পারেন।
ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকা-ের সকল খুনি, ষড়যন্ত্রকারী ও বিশ্বাস ঘাতকদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ কুমিল্লা বিশ্বদ্যিালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। শিক্ষা পরিবারের দুইজন অভিভাবক মাননীয় মন্ত্রী এবং সচিব দু’জনই আজকের আলোচনা সভায় উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন।
বক্তব্য রাখেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিয়াউদ্দিন, কর্মকর্তা সমিতির সভাপতি জিনাত আমান, ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।