কুবি প্রতিনিধি।।
অটোরিকশা পরিবর্তনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫তম আবর্তনের আব্বাস উদ্দিন নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে রবিউল নামের এক অটোরিকশা চালক।
রবিবার (১৪ আগস্ট) আনুমানিক ১২টার সময় কোটবাড়ি অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন বিশ্ববিদ্যালয়ে আসার জন্য স্ট্যান্ডের একটি অটোরিকশায় উঠে পরে দেরি হয়ে যাওয়ায় সে স্ট্যান্ডের অটোরিকশা থেকে নেমে চলতি অটোতে উঠায় স্ট্যান্ডের অটোরিকশা চালক তাকে মারধর করে।
ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাওয়ায় আমি তার অটো চেঞ্জ করে রানিং একটা অটোতে উঠি তখন সে আমার সাথে বাজে ব্যবহার করলে আমি প্রতিবাদ করি এতে সে ক্ষিপ্ত হয়ে তার হাতের চাবি দিয়ে আমাকে মারধর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি ঘটনা শুনেছি এবং অতিদ্রুত এর জন্য পদক্ষেপ নিচ্ছি।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করতেছি।