গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার(৩০ ডিসেম্বর) দুপুরে তাকে কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন
কুমিল্লা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজনকে দুপুরে কুমিল্লা ফৌজদারী আদালতের কাছ থেকে গ্রেফতার করা হয়। সুজনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে আদালত এলাকায় ঘুরাঘুরি করছে। ডিবি পুলিশের একটি দল আদালত এলাকায় অভিযান পরিচালনা করেন তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমিনুল ইসলাম সুজনের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখোলা গ্রামে।