গত ২৭ আগস্ট লাকসাম উপজেলায় আতাকরা মিজিয়াপাড়া একতা মৎস্য প্রকল্প পরিদর্শনে আসেন লাকসামের প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্লাবনভূমিতে মৎস্য চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা ও শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) নামের একটি এনজিও‘র সহযোগিতায় লাকসাম উপজেলার উত্তরদা ইউপির আতাকরা মিজিয়াপাড়া ও আমিনপুর মৌজার সমন্বয়ে প্লাবন ভূমিতে লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্র্মকর্তার কার্যালয়ের দিক নির্দেশনায় এই প্রকল্পটি গড়ে উঠে। ৯০ একর জমিতে ২০০ জন পরিচালকের সমন্বয়ে দুই লক্ষ দশ হাজার বড় মাছের বিভিন্ন জাতের পোনা দিয়ে তিন বছরের লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি এ বছর শুরু হয়েছে। পরিচালনায় ক্ষেত্রে একটি পরিচালনা কমিটি রয়েছে। উক্ত কমিটির সভাপতি রয়েছেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হারুন অর রশিদ। প্রকল্পটি পরিদর্শন করেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামিম, উত্তরদা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হারুন রশিদ, লাকসাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, শিসউক এর সিনিয়র অফিসার মোঃ আবদুর রশিদ, কমিউনিটর মোঃ কামরুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ ইমাম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিগণ। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, একতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। -প্রেস বিজ্ঞপ্তি।