স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ঈদে নতুন কাপড় না কিনে সে টাকা নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি আরো বলেন, ভয় নয় সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এ অন্ধকার দীর্ঘস্থায়ী নয়, অতি দ্রুত দেশবাসী আলোর মুখ দেখবে ইনশাল্লাহ। বাড়ির পাশের কোন জমি যেন অনাবাদী না থাকে। সকল পরিবারকে বিনামূল্যে বীজ দেওয়া হবে। উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ তা বাস্তবায়ন করবেন।
তিনি সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও নিজস্ব তহবিল থেকে চৌদ্দগ্রাম উপজেলার মটর শ্রমিক, সিএনজি অটো রিকশা চালক, রিক্সা ভ্যান চালক ও কর্মহীন চার হাজার পরিবারের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুল হক এমপির সহধর্মিনী এড.হনুফা আক্তার রিক্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হাসান, মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার প্রমুখ।