উৎবাতুল বারী আবু’র আবেদনে স্থগিত কুসিকের ঘোষিত সেবামূল্য

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত করেছেন প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ। সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টায় তাঁর দপ্তরে নগরের বাসিন্দাদের পক্ষে স্মারকলিপি দেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু’র নেতৃত্বে অন্যান্য বাসিন্দারা। স্মারকলিপি পড়ে ও নাগরিকদের সঙ্গে কথা বলে প্রশাসক তা স্থগিত করেন।

কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কলেজ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন সহ অনেকে।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, কোন ধরনের গণশুনানি ও জনপ্রতিনিধি ছাড়াই পাঁচগুণ সেবামূল্য বাড়ানোর ঘোষনা দেয়া হয়। যাহা তাদের কোনো এখতিয়ার নাই। এটা মানা যায় না। আমরা প্রশাসক মহোদয়কে সেটি বাতিল করার কথা বলেছি। আমাদের বক্তব্য শুনে তিনি তা স্থগিত করেছেন।

প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, সেবামূল্য পুনঃনির্ধারন স্থগিত করা হয়েছে। এটা নিয়ে আমরা আবার বসবো। সবার সঙ্গে কথা বলব।

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল কুমিল্লা সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ মামুন স্বাক্ষরিত চিঠিতে নাগরিক সেবার মূল্য বৃদ্ধির তালিকা প্রকাশ করা হয়। যাহা চলতি মাসের ১ তারিখ থেকে সেটি কার্যকর করার কথা ছিল। হঠাৎ করে কোনো ধরণের গণশুনানী কিংবা আলোচনা ছাড়াই নাগরিক সেবার মূল্য তালিকা বৃদ্ধি করায় কুমিল্লার সাধারণ নাগরিকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

error: ধন্যবাদ আপনাকে!