স্টাফ রিপোর্টার।।
কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে কুমিল্লায় র্যাবের হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন। এসময় নয় হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এই তথ্য জানান।
তিনি জানান, আটক দুইজন কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। বুধবার গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক দুই ব্যক্তি হচ্ছেন, কক্সবাজারের উখিয়া উপজেলার পাগলিবিল গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ নুরুল আমিন (২৬) এবং একই জেলার টেকনাফ থানার কচ্ছপিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ আইয়ুব (৩০)।