কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্টদের আরও কঠোর ভুমিকা রাখতে হবে

বুড়িচং প্রতিনিধি।।
কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সকলকে আরও সোচ্চার ভুমিকা পালন কারতে হবে।

এছাড়া সম্প্রতি সময়ে হাটবাজারে  শয়তানের নিঃশ্বাস নামক একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সাসহ মুল্যবান জিনিস ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভুমিকা পালন কারতে হবে।

রবিবার (০২ফেব্রুয়ারী) কুমিল্লার বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভায় এ নিদর্শনা দেয়া হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, কৃষি অফিসার আফরিনা আক্তার, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম,  বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার,পল্লী বিদ্যূৎতের ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বিজিবি প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী, ফায়ার সার্ভিসের ইনচার্জ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম জলিলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ।

আলোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাপ্তরিক কর্মকর্তাদের আরব ভূমিকা রাখার জন্য আহবান জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা সাহিদা আক্তার।