কিশোরী রাতার ‘ডিম গাছ’

মাহফুজ নান্টু ।।
দূর থেকে দেখলে যে কারও মনে হবে ফুল গাছে ডিম ধরেছে। তবে ভুল ভাঙবে কাছে গেলেই। ডিমের খোসা গাছের কাণ্ডে ঝুলিয়ে সাজানো হয়েছে রঙ্গন গাছ। রঙিন ফুলের পাশে ডিমগুলো সেজেছে ফুলের আদলেই।

করোনার কারণে খোলেনি স্কুলের দুয়ার। সংক্রমণ ছড়ানোর শঙ্কায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ পাঠদান। এ অবস্থায় চার দেয়ালের মধ্যেই বন্দি-সময় কাটছে শিশু-কিশোরদের। অখণ্ড এই অবসরে কেউ কেউ করেছে ভিন্ন চিন্তা। সিনেমা-ভিডিও গেমসে বুঁদ হয়ে না থাকে হাতের আশপাশে থাকা নানা উপকরণে তুলে ধরেছে নিজের সৃজনশীলতা।
তাদেরই একজন দশম শ্রেণির শিক্ষার্থী রাতা রহমান। ডিমের খোসা দিয়ে বাড়ির আঙিনার গুল্ম উদ্ভিদকে সে দিয়েছে ভিন্নরূপ।

বাবার কর্মসূত্রে রাতা থাকে কুমিল্লার কোটবাড়ীতে। তার বাবা ড. আতাউর রহমান প্রত্নতত্ত্ব বিভাগের কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা। তিনি জানান, তার দুই সন্তান। মেয়ে রাতা ছোট বেলা থেকে নানান সৃজনশীল কর্মকাণ্ডে জড়িত। তার কাজ দেখে অবাক শিক্ষক-বন্ধুসহ পরিচিত মহল।

সাপ্তাহিক ছুটি দিনে রাতার ঘরে গিয়ে তার কর্মযজ্ঞ চোখে পড়ল। সে পত্রিকা দিয়ে কলমদানি, ফুলদানি বানিয়ে সাজিয়ে রেখেছে। মাটি দিয়ে দাবার গুঁটিও তৈরি করেছে। বাগান থেকে ইউকেলিপটাস গাছের বাকল এনে তাতে কবিতা লিখে। যেখানেই প্লাস্টিকের বোতল পায় তা কুড়িয়ে এনে গাছ লাগানো রাতার নিত্য দিনের অভ্যাস।

মেয়েটির মা মাহমুদা বেগম বলেন, ‌‘রাতা ছোট বেলা থেকেই সৃজনশীল কাজ করছে। সে যখন ক্লাশ ওয়ানে পড়ে তখন বঙ্গবন্ধুর ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। সবাই বঙ্গবন্ধুর কোট পাঞ্জাবি পড়া ছবি আঁকলেও রাতা আঁকে একটা শিশুর। শিশুটি হাফ প্যান্ট পরা।

“বিচারকরা যখন জিজ্ঞেস করলেন এটা কার ছবি, রাতা উত্তর দেয়, ‘শিশু বঙ্গবন্ধু’। বিচারকরা এমন উত্তরে খুশি হন। স্কুলের সৃজনশীল সৃষ্টিকর্মের প্রতিযোগিতায় বরাবরই রাতার প্রেজেন্টেশন অন্য রকম।”

রাতা বলে, ‌‘গত বছর লকডাউন থেকে স্কুল বন্ধ। লেখাপড়ার পাশাপাশি আমি পত্রিকা দিয়ে ফুলদানি, কলমদানি বানাই। ডিমের খোসা দিয়ে গাছ সাজানোর বিষয়ে সে বলে, ‘ডিম যদি গাছে ধরত কেমন লাগত, সেটা ভেবে খোসাগুলো গাছে লাগিয়ে দেখেছি। আমার কাছেও দারুণ লাগছে।’