শাক-সবজির দাম ও বিক্রি কমেছে
আরো পড়ুনঃ
আবু সুফিয়ান রাসেল।।
করোনাভাইরাস আতঙ্কে বেশী সংখ্যক মানুষ ঘরবন্দি। নিত্যপণ্যের দোকান ছাড়া সকল বিপণী বিতান বন্ধ। গৃহবন্দি জীবনের এ প্রভাব পড়েছে কুমিল্লার নিত্যপণ্যের বাজারে। সবজির মৌসুম শীতেও যে সকল শাক, সবজি অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে। বর্তমানে তা প্রায় অর্ধেক দামে বিক্রি করছেন। চাহিদা বেড়েছে ডিমের, বিক্রি কমেছে মাছ, মুরগি ও মাংসের। আর শহরতলীসহ গ্রামের বাজারে শাক সবজির দাম শহরের তুলনার অনেক কম।
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দেখা যায়, পটল ৫০, করলা ৩০,বেন্ডি ৩০- ৪০, ধনে পাতা ৪০-৫০, টমেটো ১০-২০, লেবু ৫-১০, লাউ ৪০-৫০, মরিচ ৪০, সিম লম্বা ৫০- ৬০, বেগুন ৩০, শশা ১৫-২০, খিরা ২০, সিসিংগা ৩৫-৪০, কাঁচা কলা ৫-৭ টাকা প্রতিটি , পেপে ৩০, গাজর ৩০, আলু ২০-২৫, সাজনা ডাটা ১৬০, মুলা ২০-২৫ হালি, লতি ৪০, মিষ্টি আলু ৩০, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
পিয়াজ ৫০-৬০, রসুন ১২০-১৫০, আলু ২০-২৫, আদা ১৪০-১৭০, চিনি ৬৫, চাল নাজির শাইল ৬০, মিনিকেট ৫৫, ২৮-চাল ৪৫, চনা বুট ৮০, হলুদ গুড়া ১৮০-২০০, শুকনা মরিচ ১৯০-২০০, জিরা ৪৮০-৫৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
নগরীর পদুয়ার বাজার ও রাজাগঞ্জে দেখা যায়, গরু ৫৫০, মহিষ ৫২০, খাশি ৮৫০, ছাগল ৮০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। বিক্রি কমেছে মুরগি দোকানে। লাল লেয়ার ১৯০, ব্রায়লার ১১০, সোনালী ২০০ -২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রাজগঞ্জ বাজারের মোহন মাংস দোকানের মালিক মোহন মিয়া বলেন, স্বাভাবিক সময়ে দিনে ১০০-১১০ কেজি, বৃহস্পতিবার ও শুক্রবারে তা দ্বিগুণ বিক্রি হতো। বর্তমান ৩০-৩৫ কেজি গরুর মাংস বিক্রি হয়।
একই বাজারের মাছ ব্যবসায়ী মো. পলাশ বলেন, অন্য জেলার মাছ খুব কম আসছে। পাঙ্গাস, রুই, তেলাপিয়া মাছ বাজারে বেশী। তবে বিক্রি খুব তুলনামূলক কমেছে।
গত সাপ্তাহ থেকে ডিম বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন পাইকার ডিম বিক্রেতা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সাধারণত গরমের সময়ে ডিমের দাম কমে যায়। বিক্রিও কমে যায়। গরমে ডিম পঁচে যায় বেশী। করোনাভাইরাসের কারণে অনেকে ফ্রিজে ডিম সংরক্ষণ করছে । তাই ভালো দামে বেশী বিক্রি হচ্ছে।
খুচরা দোকানে হাঁসের ডিম ৫৫-৬০, দেশি মুরগির ডিম ৫০, কোয়েল ১০, লাল ডিম ২৮-৩৫, সাদা ডিম ৪০ টাকা প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, পঁচনশীল দ্রব্যের দাম পাইকারি বাজারের উপর নির্ভর। তাই ব্যবসায়ীরা পাইকারি ক্রয়ের সময় ক্যাশ ম্যামো তারিখসহ সংরক্ষণ করবেন। অন্য সকল দোকানি প্রতিনিদের বাজার মূল্য তালিকা লিখিত ভাবে দৃশ্যমান স্থানে রাখবেন। ক্রেতা চাইলে অবশ্যই রশিদ বা ভাউচার প্রদান করতে হবে। অতিরিক্ত দাম মনে হলে, সে রশিদসহ অভিযোগ করলে, আমরা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করবো।