মানুষের পাশে নেই কুমিল্লার দুই শতাধিক মনোনয়ন প্রত্যাশী

স্টাফ রিপোর্টার:

দুঃসময়ে মানুষের পাশে নেই সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লার সেই দুই শতাধিক নেতা।
সূত্রমতে,কুমিল্লার ১৭টি উপজেলা। ১১টি সংসদীয় আসন। এসব আসনে মনোননয় প্রত্যাশী ছিলো গড়ে ১০জন করে দুই শতাধিক। আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা এখন ডুমুরের ফুল হয়ে গেছে। এদিকে কুমিল্লার কয়েকজন এমপি,উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও মাঠে দেখা যাচ্ছে না। কেউ বিদেশে, কেউ ঢাকা ও কুমিল্লার বাড়িতে অবস্থান করছেন। মুরাদনগর উপজেলার ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান মাঠে না থাকায় জেলা প্রশাসক তাদেরকে শোকজ করেছেন।

এদিকে দেশের অন্যতম দল বিএনপির নেতাদেরও মাঠে দেখা যাচ্ছে না। বিএনপি নেতাদের মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সী দুস্থদের কিছু সহায়তা দিয়েছেন। কুমিল্লা-০৯ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক কুমিল্লার চিকিৎসক,সাংবাদিক ও ছাত্রলীগ নেতাদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন। কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবদুস ছালাম বেগ নগরীতে বড় মনিটরে করোনা সচেতনতা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। কুমিল্লা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম দুস্থদের সহযোগিতা করেছেন।
শিক্ষাবিদ এহতেশাম হায়দার চৌধুরী বলেন,যিনি বিপদে মানুষের পাশে দাঁড়ান তিনিই প্রকৃত সেবক। এখন সবার উচিত মানুষকে সহযোগিতা করা।
মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম বলেন,রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এর বাইরেও সবাইকে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।