বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনির্বাণ ও প্রবাসীদের

বুড়িচং প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থানকারী নিম্ন  আয়ের মানুষ, গরিব ও দঃস্থদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ও প্রবাসীরা।
 সোমবার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন অর্নিবাণ ও প্রবাসীরা,এলাকা মানুষের যৌথ উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ৫কেজি চাল,১কেজি পিয়াজ, ২কেজি আটা,১কেজি তেল,১কেজি লবণ,২কেজি মসুর ডাল, ২কেজি আলুসহ ১৪ কেজি ওজনের প্যাকেট তৈরি করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে  খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন  মো: গোলাম ফারুক,বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগ  নেতা ইঞ্জিনিয়ার পলক,আশিকুর রহমান মাসুদ,সাইফুল ইসলাম হান্নান,মহিউদ্দিন,ডাক্তার জহির,জাহাঙ্গীর, পরাগ,কুদ্দুস,লোকন,সজীব,কাজী মাসুক ও শাহীন খন্দকার প্রমুখ।