হকারদের পাশে মুরাদনগর থানার ওসি

মুরাদনগর প্রতিনিধি:
চল্লিশ বছরের হকার জীবনে একদিনও পত্রিকা বিক্রি বন্ধ করেননি, রোদ বৃষ্টি,ঝড় সব সময় পত্রিকা নিয়ে পাঠকের দুয়ারে দুয়ারে ঘুরেন। করোনা ভাইরাসের কারণে এই হকাররা এখন অনেকটাই ঘর বন্ধী। রুজি রোজগার বন্ধ। অভাবের সংসারে অভাব। পাশে কেউ নেই।
সরকারি ত্রাণের খাতায়ও তাদের নাম নেই ।
এই মানুষদের পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ওসি একে এম মঞ্জুর আলম।
সোমবার দুপুরে মুরাদনগর থানায় পত্রিকার এই হকারদের ডেকে তাদের খোঁজ খবর নেন ওসি মঞ্জুর আলম । তারপর তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে তাদের প্রত্যেককে চাল, ডাল, তৈল, পিয়াজ ও আলুর একটি করে প্যাকেজ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আহসান হাবিব শামীম,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল উদ্দিন, দৈনিক আমাদের কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রতিনিধ এন এ মুরাদ, শাখাওয়াত হোসেন তুহিন প্রমুখ।