হাসান কামরুল।।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরিক্ষার ফলাফলে বিপর্যয় হয়েছে। পাসের হার এবং জিপিএ দুটোই কমেছে। এবার এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮.৮৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ২২.২৯ শতাংশ কম। গতবছর পাশের হার ছিলো ৭১ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে এবার কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। এবার জিপিএ ৫ পেয়েছে ২৭ শত ০৭ জন। যা গত বছর ছিলো ৭ হাজার ৯শত ২২ জন।
এ বছর ৯৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে পাশ করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৯১৯ জন। এদিকে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছে মেয়েরা। এ বোর্ডের অধীনে ৬ জেলায় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা পাশ করেছে ১৭ হাজার ৯৫৬ জন, মেয়েরা পাশ করেছে ৩০ হাজার ৭০১ জন। একই সঙ্গে জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যেও এগিয়ে মেয়েরা। ২ হাজার ৭০৭ জিপিএ ৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৯৫৮ জন, মেয়েরা পেয়েছে ১৭৪৯ জন। পাশের হার ও জিপিএ ৫ সবচেয়ে কম মানবিক বিভাগে।
এ বোর্ডের আওতাধীন শতভাগ পাশ করেছে ৫ টি প্রতিষ্ঠান, শতভাগ ফেল করেছে ৯ টি প্রতিষ্ঠানে।
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল ইছলাম বলেন, এবার ফলাফলে ইংরেজিতে পাসের হার কম। আমাদের শিক্ষকদের দক্ষতার কিছু ঘাটতি রয়েছে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। গত বছর সব বিষয়ে পরিক্ষা হয়নি, এবার সব বিষয়ে পরিক্ষা হয়েছে। ভ্যানু পরিবর্তন হয়েছে ১৪১ টি কেন্দ্রে। এটাও খারাপ ফলাফলের একটা কারন।