মারুফ আহমেদ।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৩ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ফলাফলে এবছর মোট পাশের হার এবং জিপিএ প্রাপ্তির প্রাপ্তদের সংখ্যা গত বছরের চাইতে কমেছে। এবছর পাসের হার শতকরা ৭৮.৪২ ভাগ। গতবছর পাসের হার ছিল শতকরা ৯১.২৮ ভাগ।
২০২৩ইং সালে পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
২০২২ইং সালে পরিক্ষার্থীর সংখ্যা ছিল- ১লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। পাস করেছিল ১ লাখ ৭০হাজার ৪৮৪ জন।
গতবছর জিপিএ -৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ১৯ হাজার ৯৯৮ জন।
এবছর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন।
এবছর পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ -৫ তে মেয়েরা এগিয়েছে।
উল্লেখ্য- কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার ১ হাজার ৭৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ প্রতিষ্ঠানের পরিক্ষার্থীরা শতভাগ পাস করেছে এবং শূণ্য পাসের কোন প্রতিষ্ঠান নেই।