স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্মরণে দোয়া, আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা আল জামিয়াতুল ইসলামিয়া মাযহারুল উলুম যশপুর মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মাসুমের সম্মানিত পিতা শাহীন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ রাশেদুল হাসান, বৈছাআ’র অন্যান্য প্রতিনিধিবৃন্দ, ইসলামি আন্দোলন কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, অত্র মাদ্রাসার ইমাম, শিক্ষক ও এলাকাবাসী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ রাশেদুল হাসান। এই সময় তিনি বলেন, “একটা সময় ছিল যখন বক্তারা কী বলবে, কী ওয়াজ-নসিহত করবে, কী বলা যাবে না; সবকিছু আগে থেকে ফ্যাসিস্টের সহযোগীরা নির্ধারণ করে দিতো। আমাদেরকে এই কঠিন সময় থেকে যারা মুক্ত করেছেন তারা আমাদের শহীদ ও আহত সহযোদ্ধারা। আজকের এই দিনে তাদের আত্মত্যাগকে গভীর ভাবে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনা পতনের আন্দোলন ছিল না। এটা ছিল একটা পরিবর্তনের গণজাগরণ। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই পরিবর্তন দেখতে পারছি না। কারণ রাজনৈতিক দলগুলোর বুঝাপড়া ও অনৈক্যের কারণে। তাছাড়া প্রতিটা সমাজে সামাজিক দায়বদ্ধতার দোহাই দিয়ে ফ্যাসিস্টের সহযোগীদের পুনর্বাসন করা হচ্ছে, যা আমাদের শহীদের রক্তের সাথে বেঈমানীর শামিল। আজ তাই জুলাইয়ের এক বছর পরে এসেও আমরা জানি না একটা সুন্দর বাংলাদেশ কবে পাবো! তবে সদর দক্ষিণ যুব সংঘ প্রতিজ্ঞাবদ্ধ— একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুবকদের নৈতিক ভাবে গড়ে তুলবে, দক্ষ নাগরিক হিসেবে ভূমিকা পালনে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ। জুলাইয়ের প্রতি দায় ও দরদ আমাদের সর্বদা উজ্জীবিত রাখুক, এটাই প্রত্যাশা।”
কথা বলতে গিয়ে শহীদ মাসুমের পিতা কান্না বিজড়িত কন্ঠে জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতের জন্য দোয়ার আহ্বান করেন।
উক্ত মাদ্রাসার বুজুর্গ ইমাম মোনাজাত ও দোয়া পড়েন। এই সময়ে তিনি কারবালার ময়দানের স্মৃতিচারণ করে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর দক্ষিণ যুব সংঘ-র অন্যতম সংগঠক মোঃ শরিফুল ইসলাম রাকিব। সার্বিক সহযোগিতা করেন সদস্য কামরুল হাসান।