কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিউজ ডেস্ক:

ad

কুমিল্লায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্যকেন্দ্র কুমিল্লা। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”।

সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু: রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন, তারেক সালমান, ফরিদা খানমসহ কুমিল্লার বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠনের শিক্ষার্থাীবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। সঠিক সুযোগ পেলে তারা হয়ে উঠতে পারেন উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তি। তাদের কাজে লাগাতে হবে। তাদের মুল স্রোতে টানতে হবে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভুমিকা রাখুক।

অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্টগণ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।

আলোচনা শেষে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।