গাজী রুবেল।।
কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণ, লালমাই ও লাকসামসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১১ মামলার আসামী নয়নসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ২ টি পিক-আপ উদ্ধার করা হয়।
বুধবার(২৬ নভেম্বর) পুলিশ সুপার, কুমিল্লা কার্যালয়ে থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, চলতি মাসে লাকসাম থানা এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানায় অস্ত্র দেখিয়ে গরু ডাকাতি এবং চান্দিনা থানাথানাসহ জেলার বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। চঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ডিবি’র পরিদর্শক (ওসি) নেতৃত্বে গত ২৫ নভেম্বর রাতভর ডিবির বেশ কয়েকটি টিম বিশেষ অভিযানে নামে। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পথিমধ্যে, ডাকাত নয়ন এর সাথে পিকআপ এর
উপরে থাকা ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাত নয়ন ও তার সহযোগী পিকআপটি চালিয়ে নিয়ে যেতে থাকে। পরবর্তীতে, ডাকাত নয়ন ও তার সহযোগী উক্ত পিকআপটি নিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের উল্টা পাশে গাড়ি চালিয়ে সদর দক্ষিণ থানাধীন ফিরিঙ্গির হাট এলাকায় প্রবেশ করে। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং ডিবি পুলিশের ২টি টিম ডাকাত নয়ন ও তার সহযোগীসহ উক্ত পিকআপটিকে ধাওয়া করে সদর দক্ষিণ থানাধীন ফিরিঙ্গির হাট, সুয়াগাজী এলাকায় গিয়ে আটককালে ডাকাত নয়ন ও তার সহযোগী পিকআপ হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। প্রায় ৩০ মিনিট দৌঁড়ানোর পর ডাকাত নয়ন
একটি পুকুরে লাফ দেয়। এই সময় ডিবি টিমের সদস্যরা ও পুকুরে লাফ দিয়ে পুকুর থেকে ডাকাত নয়নকে আটক করতে সক্ষম হয়।
তবে ডাকাত নয়ন এর সহযোগী ১ জন ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে
চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দি এলাকায় অভিযান অব্যাহত থাকে।
গ্রেফতারকৃত ডাকাতরা চলতি মাসে লাকসাম থানা এলাকায় মাদ্রাসা গরু ডাকাতি এবং চান্দিনা থানা এলাকায় গরু ডাকাতির ঘটনা স্বীকার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার চান্দিনা উপজেলার বরকড়ই (নাথের বাড়ী) এলাকার তাজুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২০), তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ নয়ন (৩৪), চান্দিনা উপজেলার বরকড়ই এলাকার মৃত মনির হোসেনের মোঃ শাহাদাত হোসেন (২৪), একই উপজেলার দেওকামতা সুবিদপুর কাজীকাজী বাড়ির সিরাজ কাজীর ছেলে মোঃ নাছির (২৫), সুরিখোলা গ্রামের চেয়ারম্যান বাড়ীর মন্টুমিয়ার ছেলে মোঃ সজীব রানা (২৮)।
উল্লেখ্য যে, ডাকাত নয়ন এর বিরুদ্ধে ১১টি মামলা, ডাকাত সজীব এর বিরুদ্ধে ৫টি মামলা, ডাকাত রায়হান এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আন্তঃজেলা ডাকাতদলের এ চক্র দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মধ্যে কুমিল্লার সকল থানা এলাকায় টহল ডিউটি ও অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে।