মারুফ আহমেদ।।
কুমিল্লায় ফেন্সিডিল খাওয়ার ভিডিও ধারণের জেরে এনামুল হক (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) জুম্মার নামাজের পরে আর্দশ সদর উপজেলার আলেখাচর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত এনামুল জেলার সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নেনর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আলেখাচর দঃ পাড়া গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আলেখাচর গ্রামের কাজী জহিরুল ইসলাম সম্প্রতি ফেন্সিডিল সেবনের সময় গোপনে ভিডিও ফুটেজ ধারণ করা হয়। পরে ওই ফুটেজ এনামুলের হাতে আসে। এই নিয়ে গত কয়েক দিন ধরে দুই জনের মধ্য বিরোধ চলছে। এর জেরে শুক্রবার এনামুল আলেখাচর মধ্যমপাড়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হলে জহিরুল ইসলামের ভাই কাজী আমিনের ছেলে আমানুল (২৮) ও জাকির হোসেনের ছেলে সাঈদ (২২) তাকে এলো পাতাড়ি ছুনিকাঘাত করে। এতে এনামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে কাজী জহিরসহ ঘাতকরা পালাতক রয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।