কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় হামলা চালিয়েছেন আওয়ামী লীগ নেতা

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় কামরুল হাসান ও আবদুল হালিমের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুল আলম ছুট্টুর বিরুদ্ধে। তিনি সাবেক বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলমের ছোট ভাই। বর্তমানে তিনি সুবিধা নেওয়ার জন্য নিজেকে কিছু সময় জামায়াত নেতা আবার কিছু সময় বিএনপি নেতা দাবি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় তিনি কামরুল হাসানের সুজুকি ১৫৫ সিসির মোটরসাইকেল এবং আব্দুল হালিমের ব্যক্তিগত এন্ড্রয়েড মোবাইল নিয়ে যান।

গত সোমবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামরুল হাসান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার সন্ধ্যার পর নানকরা রাস্তার মাথায় মাদক ব্যবসায়ী নানকরা গ্রামের আব্দুল লতিফের ছেলে ছুট্টু আমজাদের বাজার থেকে ইয়াবার চালান নিয়ে নানকরা রাস্তার মাথায় দোকানে রওনা দেন। ইয়াবার চালান নিয়ে দোকানের দিকে যাচ্ছেন ছুট্টু এমন তথ্য জানিয়ে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পে ফোন করেন কামরুল হাসানসহ স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক।

এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টু ১৫-২০জন সহযোগীসহ ধারালো দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে স্থানীয় যুবকদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন পশ্চিম দুর্গাপুর গ্রামের কামরুল হাসান এবং একই গ্রামের আব্দুল হালিম। হামলাকারী মাদক ব্যবসায়ীরা কামরুল হাসানের মোটর সাইকেল এবং আব্দুল হালিমের মোবাইলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল হালিমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কয়েকজন এলাকাবাসী জানান, ছুট্টু সাবেক মেম্বার জাহাঙ্গীরের ভাই। আওয়ামী আমলে তাঁরা এলাকায় অনেক অরাজকতা করেছে। এখন সে কখনো নিজেকে জামায়াতের কর্মী কখনো বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

অভিযুক্ত ছুট্টু এ বিষয়ে বলেন, আমার কাছে কোনো মাদক ছিল না। আমার হাতে টাকা ছিল। ওরা যখন আমার হাতে কি এটা দেখতে চেয়েছে তখন আমি তাদেরকে আলোতে আসতে বলি কিন্তু তাঁরা আলোতে না এসে আমাকে টেনে আমজাদ বাজারের দিকে নিয়ে যেতে চাচ্ছিলো তখনই আমার এলাকার স্থানীয় কয়েকজন ওদেরকে হামলা করে। এখানে আমার কোনো সহযোগী ওদেরকে হামলা করেনি। আমার ভাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আমি ছিলাম না। আমি শুরু থেকেই জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

তবে এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান বলেন, সে জামায়াতের কর্মী না। এবং সে কখনোই জামায়াতের সাথে জড়িত ছিল না।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন আহমেদ জানান, ওদেরকে আমরা একটি অভিযোগ দিতে বলেছিলাম ওরা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে নিব এবং ব্যবস্থা নিব। এখানে আমাদের কোনো প্রশ্রয় নেই।