স্টাফ রিপোর্টার।।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে পঁচা মাংস রাখার দায়ে নূরজাহান হোটেলকেও ৫০হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। অভিযানে ছিলেন ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন বলেন, হোটেল নূরজাহান ও ছন্দুকে নোংরা পরিবেশে রান্না ও পঁচা মাংস রাখার দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।
ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনা চলমান থাকবে। খাদ্য অনিয়মকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেই আইনি ব্যবস্থা ।