মাহফুজ নান্টু:
কুমিল্লায় মহানগরের ৬৪০ জন অসহায় ও এতিমদের নিয়ে ঈদ বাজারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া। শুক্রবার দিনভর নগরীর কেন্দ্রীয় ঈদগাহে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বাজার থেকে গ্রাহকরা ঈদের জন্য প্রয়োজনীর মুদিমাল ও কাঁচা বাজার সংগ্রহ করে। এছাড়া ঈদের শাড়ি, পাঞ্জাবি, টিশার্ট ও ছোটদের জামাকাপড় সংগ্রহ করেন
নগরীর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে এই বিনামূল্যের এই বাজার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম।
তিনি জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই ঈদবাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে হয়তো অনেককে খুশি করা যাচ্ছেনা – কিন্তু সীমিত সংখ্যক মানুষকে হলেও খুশি করা সম্ভব হয়েছে। এছাড়া তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাজার করা শেখানো হচ্ছে। তিনি আরো বলেন, করোনার প্রভাব থেকে বাচঁতে হলে যতটা সম্ভব চেষ্টা করুন ঘরে থাকার জন্য। নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন এবং অপরকে নিরাপদে থাকতে দিন।