স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গণপিটুনিতে ডাকাতিতে অভিযুক্ত যুবক (৩৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর গ্রামে। পুলিশ সোমবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কুমিল্লার সদস্যরা পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই ডাকাত সদস্যের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম জানান, সোমবার ভোর ৪টার দিকে মধ্যম বিজয়পুর গ্রামের ইয়া খানের বাড়িতে ১০-১২ জনের ডাকাতদল অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় ইয়া খানের পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। মসজিদের মাইকে ডাকাত আসার খবর ঘোষণা করা হয়। গ্রামবাসী ধাওয়া করে দুইজন ডাকাতকে আটক করলেও একজন কৌশলে পালিয়ে যায়। এরপর অপর ডাকাত সদস্য গ্রামবাসীর উপর আক্রমণ করতে যায়। এ সময় গ্রামবাসী তাকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ডাকাত সদস্যের পরিচয় পাওয়া গেলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ডাকাত সদস্যের সঙ্গে থাকা ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। ডাকাত নিহতের ঘটনায় অজ্ঞাত সাত থেকে আটশ’জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।