স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে মোবাইল ফোন চুরির জের ধরে গণপিটুনিতে একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়ইবাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন, কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (৩৮) ও মেয়ে জোনাকী (৩২)। আহত রুমা আক্তরকে (২৪) মুরাদনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খলিলুর রহমান ও তার আরেক মেয়ে রিক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) বিকালে কড়ইবাড়ি বাজারে কাজগপত্র ফটোকপি করতে আসেন কড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন। এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এ সময় চোর সন্দেহে নিহত জোনাকীর স্বামীর এক আত্মীয়কে আটক করেন বাজারের লোকজন। খবর পেয়ে তার স্বামী মনির ঘটনাস্থলে পৌঁছে বাক-বিতন্ডায় জড়ান। এর কিছুক্ষণ পর রোকসানা আক্তার রুবিসহ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হন।
এ ঘটনার সূত্রধরে পরবর্তীতে রুবির পরিবার শিক্ষক রুহুল আমিনের বাড়িতে গিয়ে হামলা চালান। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়া ঘটনা স্থলে পৌছলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরদিন বুধবার (২ জুলাই) দিন বিকেলে আকবপুর ইউনিয়নের লোকজন একাত্রিত হয়ে কড়বাড়ির তিন রাস্তার মাথায় বৈঠকে বসেন। ওই বৈঠকের নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল। বৈঠকে সিদ্ধান্ত হয় কড়ইবাড়িতে বসবাস করে মাদক বেচা-কেনা করা যাবেনা এবং বসবাসকারী সকলকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া রুবির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজিত হয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাচ্চু মিয়াকে চড়-থাপ্পড় দেন। খবর পেয়ে উত্তেজিত জনতা রুবির পরিবারের ওপর হামলা চালায়। এ সময় গণপিটুনিতে রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকী মারা যান। খবর পেয়ে বাঙ্গরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন এবং রুবির মেয়ে রুমা আক্তরকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় রুবির স্বামী খলিলুর রহমান ও তার আরেক মেয়ে রিক্তা পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে, কড়ইবাড়ি গ্রামের একাধিক ব্যক্তি জানান, রোকসানা আক্তার রুবি দীর্ঘ দিন ধরে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত রয়েছেন। প্রকাশ্যে মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে মানুষ ফুষে উঠেছে। বৃহস্পতিবার মেম্বারের গায়ে হাততোলায় মানুষ ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে সবাই একত্রিত হয়ে তাদের গণপিটুনি দিলে তিন জন মারা যায়।
নিহত রাসেল মিয়ার স্ত্রী মীম আক্তার বলেন, আমি আর রাসেল আমাদের বাড়িতে ছিলাম। রাতে কড়ইবাড়ি বাজারের ব্যবসায়ী বাছির আমার স্বামীকে ফোন করে বলেন সকালটা হতে দেয়, তোদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। আমরা মনে করছি এমনিতেই বলতাছে। সকালে আমার ননদ রুমা রাসেলকে ফোন করে বলে ভাই মা ও জোনাকীরে কোপাইয়া মাইরালাইছে। আমারেও কোপাইছে, এখন হাসপাতালে নিতাছে। খবর পেয়ে রাসেল মোটর সাইকেল নিয়ে দ্রুত বাড়িতে আসে। পিছে পিছে অটো রিকশা নিয়ে আমিও রওয়ানা দিয়। রাসেল আসামাত্রই তাকেও পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার শ্বশুর খলিলুর রহমান ও ননদ রিক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তপূর্বক এঘটনার বিচার দাবী করছি এবং হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবী জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে শ্বশুর ও ননদের সন্ধান দাবী করেন তিনি।
এ বিষয়ে জানতে আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল ও সদস্য বাচ্চু মিয়াকে একাধিক ফোন করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে আহত আবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে আমাদের কাছে। নিহত রুবির বিরুদ্ধে ৫টি, রাসেলের বিরুদ্ধে ৯টি, জোনাকীর বিরুদ্ধে ২টি এবং আহত রুমা আক্তারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই মাদক বিক্রি ও প্রাচার এবং মারামরির ঘটনায় দায়ের করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শ করেছি। কোন ব্যক্তি অপরাধ করলে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা কথা। এই ক্ষেত্রে কেউ আইন নিজের হাতে তোলে নিতে পারে না। যারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।