হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, ‘বিগত যেকোনো বছরের চেয়ে এবারের ঈদযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এবার ড্রোন দিয়ে সড়ক নজরদারি করা হচ্ছে।’
রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আলেখারচর বিশ্বরোড এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ করতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি জনপ্রতিনিধিদেরও আমাদের সহযোগিতা করা প্রয়োজন। সেই সঙ্গে যাত্রীদেরও সতর্ক থাকতে হবে। আমরা কখনো ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা সমর্থন করি না।’
তিনি বলেন, ‘ঈদের পরে দুর্ঘটনা অনেক বেড়ে যায়। সেই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে স্পিডগান ও স্পিডোমিটার রয়েছে। মানুষ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মাত্রা অনেকাংশে কমে গেছে উল্লেখ করে শাহাবুদ্দিন খান বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশ কাজ করছে।’