তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ টিভি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হালিম সৈকত।।
কুমিল্লার তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ টিভি টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকার বাড়ী বালুর মাঠে দুটি দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে জামাল হোসেন মেম্বারের দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আল আমিনের দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে আল আমিনের দল বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী বিল্লাল হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী জামাল হোসেন মেম্বার, এসআই কাজী রাসেল, শাহিন সরকার, মোঃ মনির হোসেন ও তাইজুল ইসলাম সরকার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মিনহাজুল সরকার, ইমরান মোল্লা মফিজ, হাফিজ সরকার নবী ও মোহাম্মদ নুরুদ্দীন মোল্লা।
খেলা পরিচালনা করেন ইমন কাজী, মাহফুজ সরকার, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ শুক্কুর আলী প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোহেল, হানিফ, সাগর, ইসমাঈল, মোহাম্মদ জাকির, মোহাম্মদ আকাশ ও কাজী সোহেল প্রমূখ।
খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার মোহাম্মদ মনির হোসেন মাষ্টার। মাঠে খেলা পরিচালনা করেন মোহাম্মদ সাব্বির।
এসময় অতিথি ও আয়োজকরা বলেন, খেলা হলো আনন্দের খোরাক। যুব সমাজকে মাদক ও মোবাইলের নেশা থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন। বর্তমানে যুব সমাজ অধিক হারে এসব নেশায় ডুবে যাচ্ছে। তাই তাদেরকে মাদকের মরণ নেশা থেকে দূরে রাখতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।