ডেস্ক রিপোর্ট।।
দুই ডোজ টিকা গ্রহণকারীদের করোনা আক্রান্তের হার ১ শতাংশেরও কম বলে জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দু’মাসের গবেষণায় মিলেছে এ ফলাফল।
গবেষকরা বলছেন, যারা টিকার দুই ডোজ নিয়েছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তেমন নেই। যারা টিকা নেননি তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া তাদের দেখা দিচ্ছে শারীরিক নানা জটিলতা।
করোনা আক্রান্ত ১ হাজার ৯৫ জনের নমুনা এবং স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য উপাত্ত সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুরের ল্যাবে চালানো হয় এ গবেষণা। আক্রান্ত রোগীদের মধ্যে ৯৬৮ জনই টিকা নেননি। বাকিদের মধ্যে ৬৩ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার শুধুমাত্র ১ম ডোজ এবং ৬৪ জন দুই ডোজ টিকা নিয়েছেন।
চলতি বছরের ২২ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত দুই মাস গবেষণার পর প্রকাশ করা হয় এ ফলাফল।