পেঁয়াজ আসবে মিশর ও তুরস্ক থেকে

অনলাইন ডেস্ক।।

বাজারের অস্থিরতা কমাতে এবার মিশর ও তুরস্ক থেকে বাল্ক ক্যারিয়ার জাহাজে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস আলম গ্রুপ মিশর ও তুরস্ক থেকে এভাব পেঁয়াজ আমদানি করবে।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজ আমদানি হলেও তা চাহিদার তুলনায়  কম। এ অবস্থায় সমুদ্রপথে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের এস আলম গ্রুপ।

আগামী সপ্তাহে আমদানি ঋণপত্র খোলা হবে। বাল্ক ক্যারিয়ার জাহাজযোগে এ চালানের পেঁয়াজ আসবে চট্টগ্রাম বন্দরে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেফার কনটেইনার বা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত জাহাজে পেঁয়াজ বন্দরে আনা হবে, যাতে পচে-গলে কিংবা পাতা বের হয়ে নষ্ট না হয়। এ পেঁয়াজ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের প্রধান প্রধান পাইকারি বাজারে দ্রুত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে।