বুড়িচংয়ে সীমান্তের জঙ্গল থেকে এক যুবকের লাশ উদ্ধার

মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়ন এর জঙ্গল বাড়ী – আনন্দ পুর – শ্রীমন্তপুর এলাকার জঙ্গল থেকে রবিউল হাসান ( ২২)নামের এক যুবকের লাশ রোববার বিকালে বুড়িচং থানা পুলিশ উদ্ধার করেছে। তবে হত্যা কান্ডের রহস্য উদঘাটন হয়নি। পুলিশ বলছে নিহতের হত্যা কান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য লিটন রেজা ও পুলিশ সূত্র জানায় রোববার বিকালে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর সীমান্ত সংলগ্ন জঙ্গল বাড়ী – আনন্দ পুর – শ্রীমন্তপুর এলাকার জঙ্গলে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। পরে বুড়িচং থানা পুলিশ কে খবর দেয়। থানার এস আই নুরুল ইসলাম ২, এ এস আই লিটন ঘোষ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
এস আই নুরুল ইসলাম ২ জানান উদ্ধার করা নিহত যুবক হল উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর পালটি রাজাপুর গ্রামের পালক পিতা খোরশেদ আলম আসল পিতা হেলাল উদ্দিনের রবিউল হাসান (২২)। সে বিগত এক বছর আগে বিয়ে করেছে। সে কুমিল্লা মহানগরীর ইপিজেড এলাকার বাহার মিয়ার মুদি দোকানে চাকুরী করত। গত শনিবার রাত ৮ টার পর থেকে রবিউল হাসান নিখোঁজ হয়। আরও জানা গেছে তার সঙ্গে মোটর সাইকেল ছিল। লাশের সঙ্গে ব্যবহৃ মেবাইল পাওয়া গেলে ও মোটর সাইকেল পুলিশ পায়নি। স্থানীয় ইউপি সদস্য লিটন রেজা আরও জানান রবিউল হাসানের পিছন দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গাড় কেটে ফেলে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে চলে যায়। পুলিশ আরও জানান এক বছর পূর্বে রবিউল হাসান বিয়ে করে। বউয়ের তার তেমন বনিবনা হচ্ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যবপারে এস আই নুরুল ইসলাম ২ বলেন আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি। মৃত্যু রহস্য উদঘাটন পুলিশ কাজ করছে। সে কুমিল্লা মহানগরীর ইপিজেড এলাকার মুদি দোকানে কাজ করত। নিহত আত্মীয় স্বজনেরা থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এ রিপোর্ট রাত্র পৌনে ৮ লেখা পর্যন্ত মামলা হয়নি।