মারুফ আহমেদ।।
কুমিল্লা বুড়িচং উপজেলাধীন বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠন এর সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মতিন কন্ট্রাক্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, আবু হেনা মোস্তফা কামাল ও মোহাম্মদ সুফিয়ান।
বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের উদ্যোক্তা, এখলাছুর রহমান মামুন।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জাকির হোসেন। সিনিয়র সহ-সভাপতি প্রফেসর তারিকুল ইসলাম সুহেল প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে, ময়নামতি অঞ্চলের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য, গরিব, অসহায়, দুঃস্থ ও বিপথগামী মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া।