ব্রাহ্মণপাড়ায় এবি পার্টি প্রার্থী ব্যারিষ্টার জুবায়েরের নির্বাচনী প্রচারণা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৫ সংসদীয় আসন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী প্রচারণা করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া। শনিবার ২৩ জুলাই সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মডেল একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তখন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকায় চষে বেড়াচ্ছেন। এরই অংশ হিসেবে শনিবার সকালে ব্রাহ্মণপাড়া সদর থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড বিভিন্ন দোকানপাট মার্কেটে তিনি লিফলেট ও টি-শার্ট বিতরণ করেন। এরপর তিনি উপজেলার শীদলাই গ্রামে একটি নির্বাচনী বৈঠক করেন।

ব্যরিষ্টার জুবায়ের আহমেদ বলেন, এবি পার্টির উদ্দেশ্য হলো সাম্য ও ঐক্যের রাজনীতি করা, সমস্যা সমাধানের রাজনীতি করা। রাজনীতির গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তনের লক্ষ্য নিয়ে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবি পার্টি কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য জণ আকাঙ্খার প্রতিফলন ঘটানো। জনগণ কি চায় সে লক্ষ্যে কাজ করাই আমাদের পার্টির উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আধুনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া বিনির্মানে, আগামী দিনে সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন এবি পার্টির মহানগর শাখার আহবায়ক জি এম সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, বুড়িচং উপজেলা সমন্বয়ক গাজী মুসলেম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদস্য সচিব জয়নাল আবেদীন, আবু জাহের সরকার প্রমুখ।