গাজী মোঃ রুবেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনের তফছিল অনুযায়ী ১৫ নভেম্বর রবিবার মনোনয়ন জমার শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লা জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন- আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, বিএনপির মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহআলম সরকার, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মল্লিকা গ্রুপের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক গাজী আবদুল হান্নান, প্রয়াত উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর বড় ছেলে আবু ছাইব বাপ্পি ও ছোট ছেলে কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী মোঃ আল-আমিন। প্রার্থীরা স্ব-স্ব দলের ও ব্যক্তিগত সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।