ময়নামতি  হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

মারুফ আহমেদ।। 
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় গাঁজা বহনকারী প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন টিপরা বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। মহাড়কে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করা হলে, প্রাইভেটকারটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন টিপরা বাজার এলাকায়  ফুটওভার ব্রিজের নিচে ঢাকা মুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০) আটক করা হয় হয়। এসময় গাড়িটি তল্লাশি করে ভিতরের থাকা ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেফতার করা হয় গাড়ি চালক মাদক ব্যবসায়ী মো: ইব্রাহীম (৩৮) কে। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার মিন্নতনগর এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে। এঘটনায় আটক করা হয় গাঁজা বহনকারী প্রাইভেট কার।

এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।