যুবলীগ নেতা জামাল হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, সুটারসহ আরো ৩ আসামী গ্রেফতার

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব ও পুলিশের হাতে আরো ৩ আসামী ধরা পড়েছে। এছাড়াও এই ঘটনায় ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

যুবলীগ নেতা জামালকে যে তিনজন বোরকা পরে গুলি করে তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলুকে। সে বোরকা পরে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহন করেন।
বুধবার সকাল ১০ টায় ও বেলা সাড়ে ১১ টায় পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

র‌্যাব জানায়, যুবলীগ নেতা জামালকে গুলি করা তিনজন বোরকা পরিহিত একজন হলো দেলোয়ার হোসেন ওরফে দেলু। দেলুর বিরুদ্ধে ২ টি হত্যাসহ মোট ৬ টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে দেলুকে গ্রেফতার করা হয়৷

এদিকে বেলা ১১ টার অপর সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, যুবলীগ নেতা জামাল হোসেনকে খুন করতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। জেলার চান্দিনা উপজেলা থেকে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তার মধ্যে দুটি অত্যাধুনিক পিস্তল একটি অত্যাধুনিক রিভালবার ও ২৪ রাউন্ড গুলি, নেকাব, একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করা হয়েছে। সৈকত স্বীকার করে ঘটনার পর অস্ত্রগুলো তার কাছে রেখে যাওয়া হয়।