ডেস্ক রিপোর্ট।।
মেজর (অবঃ) সিনহা হত্যা কান্ডের পর কক্সবাজার থেকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। কক্সবাজার থেকে সিলেট রেঞ্জে বদলি হওয়া বিভিন্ন পদ মর্যাদার ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে এ রেঞ্জের চার জেলায় পদায়ন করা হয়েছে। রোববার বিকেলে তাদের পদায়ন করা হয়।
সিলেট পুলিশ লাইনের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ে রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, আইজিপির ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদলি, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে পদায়ন করে তাৎক্ষণিক অফিস আদেশ প্রদান করা হলো।
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম ও শাহীনুল আলম খান।