দেবিদ্বার প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর এলাকা কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার (১৭ নভেম্বর) বিকালে পৌর সদরের আনন্দ মিছিল শেষে মুত্তিযোদ্ধা চত্ত্বরে মিষ্টি বিতরণ করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতারা উপস্থিত হন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, ছাত্রশক্তির নেতা সাজেদুল রাশেদ রাফসান, রকিবুল ইসলাম হৃদয়, কাজী নাছির, শরিফুল ইসলাম রায়হান, রাইসুল ইসলাম আকন্দ,আরিফ আহমেদ, আহমেদ মাসুম, তানভীর হোসেন. হাফিজ আহমদ, সাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুলাহ আল হাসান, মোহাম্মদ তানজিম, নাঈম আহমেদ, আজিম পাঠান ও নুরনবী পাঠান প্রমুখ।
এর আগে দুপুর ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।