ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর একদিন পরই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। অর্থাৎ, এখনো ৬৪ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হয়নি। চলতি নভেম্বর মাসের মধ্যেই এসব আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, বিএনপি এখনো ৬৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এর কারণ হচ্ছে কিছু আসন যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে; আর কিছুতে রয়েছে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী। তবে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, সব বিরোধপূর্ণ আসনে তফসিল ঘোষণার আগেই, অর্থাৎ চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা সম্ভব হবে।
বিএনপির নীতিনির্ধারকরা জানান, দল চায় আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে হোক। এ নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকটি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। আগামী মাসের প্রথমদিকে ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবেÑএটা ধরে এর আগেই দলের প্রার্থিতা ও মিত্রদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধপূর্ণ আসনগুলোতে সমস্যা নিরসনে দল মনোনীত ও মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া কিছু আসনে আমরা এখনো দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত করতে পারিনি। সেটাও দ্রুত সমাপ্ত করে সেসব আসনেও বিএনপির মনোনয়ন ঘোষণা করা হবে।
দলটির সিনিয়র নেতারা আশা করছেন, দ্রুতই বিরোধপূর্ণ আসনগুলোতে সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক হয়ে কাজ করবেন।