সেনাবাহিনীর সহায়তায় পাল্টে যাচ্ছে দুর্গম পাহাড়ি জনপদ ভূয়াছড়ির চিত্র!

অনলাইন ডেস্ক :

রাঙামাটি জেলা শহর থেকে ৯৫ কিলোমিটার দূরত্বের দুর্গম পাহাড়ি এক জনপদ পার্বত্য অঞ্চলের সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকা। দুই হাজারের কমবেশি জনবসতির সাক্ষাৎ পেতে যাত্রা করতে হবে দুর্গম পাহাড়ি রাস্তা বেয়ে কমপক্ষে ১৮ ঘণ্টা। ক্ষেত্র বিশেষ সেটা ৭২ ঘণ্টা ও লাগতে পারে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানচিত্রে এক স্বপ্নিল স্বর্গরাজ্য ভূয়াছড়ি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যখন আধুনিকতা আর তথ্য প্রযুক্তির ডানায় ভর করে এগিয়ে যাচ্ছি, দুর্গম ভূয়াছড়ির মানুষ ব্যস্ত তাদের দিন বদলের চেষ্টায়। আর সেনাবাহিনীর আন্তরিকতা মমতায় বদলাতে শুরু করেছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও নিত্যদিনের গল্প।

সেনাবাহিনী ভূয়াছড়ি অঞ্চলে মানবিক ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং স্থানীয়দের স্বাবলম্বী করার জন্য সহায়তা প্রদান। সেনাবাহিনী স্থানীয় শিশুদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ, খেলাধুলার সামগ্রী সরবরাহ, স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদান, এবং নিরাপত্তা নিশ্চিত করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও, বিভিন্ন এলাকার ৮৫০ পরিবারকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দেয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী ভূয়াছড়ির জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া চর্চা বাড়ানো, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং উন্নত সামাজিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে এ আয়োজন করা হয়।

সেনাবাহিনী জানায়, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এই নীতিকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গহীন পাহাড়ি অঞ্চল ভূয়াছড়িতে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। বহু বছর ধরে অবহেলিত ও অনুন্নত এই এলাকার মানুষের দিন বদলের গল্পে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে সেনাবাহিনী।

যুগের পর যুগ ভূয়াছড়ি এলাকার জনপদ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি চর্চা থেকে ছিলো যোজন যোজন মাইল দূরে। পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে শিশুদের স্কুলে যাওয়া ছিল এক অলীক স্বপ্নের নাম। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এ চিত্র পাল্টে গেছে। সেনাবাহিনীর ‘শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় ভূয়াছড়ি, লালুচোরা, কালুচোরা, মিটিংচোরা, ত্রিপুরা পাড়া, কোজুইতলি পাড়া ও দক্ষিণ ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ৮৫০ পরিবারকে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের আওতায় আনা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সেনাবাহিনীর এ সকল মানবিক কর্মকাণ্ড প্রমাণ করে যে, তারা শুধু দেশের সার্বিক নিরাপত্তা দেয় না, বরং জনগণের কল্যাণ ও সামাজিক রূপান্তরেও নিবেদিত। ভূয়াছড়ির মানুষ এখন বিশ্বাস করে- রাষ্ট্র তাদের ভুলে যায়নি। দুর্গম ভূয়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি মানুষের জীবনে নতুন আলো এনেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ প্রমাণ করে ‘সেনাবাহিনী শুধু নিরাপত্তা দেয় না, তারা পাহাড়ের মানুষকে আলোকিত করে।’