হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

 

ad

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হোমনা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া এলাকার ফাইজুল হকের মেয়ে। তার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সেই চাকরির সুবাদে তারা সপরিবারে হোমনায় বসবাস করেন।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাইজার।

তবে গাড়িতে ছিলেন না দাবি করে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, গাড়িতে আমি ছিলাম না। গাড়ির চালক তাওবুর রহমান গাড়িটি চালাচ্ছিলেন। আমরা শিশুর পরিবারের পাশে আছি। শিশুটির পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনিসহ সকল সহযোগিতা করা হবে।

এদিকে ঘটনার পর গাড়িটির চালক তাওবুর রহমান মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।

ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।