স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৪৫১জনে দাঁড়াল। কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের আপডেট অনুযায়ী, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত ২৯,৯৪৮ জনের নমুনা গ্রহন করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৯,০৩৬ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে পজেটিভ এসেছে ৬,৪৫১ জনের । করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪,৯১২ জন আর মারা গেছে ১৬১ জন।
বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত ৫০ জনের মধ্যে ২৪ জনই কুমিল্লা নগরীর। অন্য গুলো হলো,চান্দিনা ৭, বুড়িচং ৪, দাউদকান্দি ১, বরুড়া ৫, চৌদ্দগ্রাম ১, নাঙ্গলকোট ১ ও সদর দক্ষিনে ৭ জন আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা নগরীতে ২২ ,দাউদকান্দিতে ২৪ ও মনোহরগঞ্জে ৫জনসহ ৫১জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪,৯১২ জন। আর এ দিন ২জন মারা গেছে। ফলে এ পর্যন্ত মোট মারা গেছে ১৬১জন।