ডেস্ক রিপোর্ট।।
৩১ মে থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার; তবে মানতে হবে স্বাস্থ্যবিধি- জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, জীবন-জীবিকার ভারসাম্য তৈরি, অর্থনীতির চাকা সচল রাখতেই সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ওবায়দুল কাদের জানান, জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হওয়ার শঙ্কা থাকবে। তাই সবাইকে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
করোনাভাইরাস কারো বন্ধু নয় কাজেই এই সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী বলেও জানান তিনি।