কুমিল্লার পেপার ডেস্ক
স্বাস্থ্য ক্যাডারের সুপারনিউমারারিসহ (অনুমোদিত পদের অতিরিক্ত) প্রায় ১০ হাজার চিকিৎসকের পদোন্নতির প্রক্রিয়া চলমান। ইতোমধ্যে জুনিয়র কনসালট্যান্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকসহ সাড়ে পাঁচ হাজারের বেশি চিকিৎসকের পদোন্নতি হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের বেশিরভাগ দীর্ঘদিন বঞ্চিত থাকা বিএনপি ও জামায়াতপন্থিসহ সাধারণ চিকিৎসক। তবে আওয়ামীপন্থি চিকিৎসকদের বড় একটি অংশ রয়েছেন এ তালিকায়, যারা দীর্ঘদিন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন। জুলাই বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে শহীদ মিনারে হওয়া কথিত ‘শান্তি সমাবেশে’ সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিরীহ জনগণের ওপর চলা পাশবিক নির্যাতনকে বৈধতা দিয়েছিলেন—এমন শতাধিক চিকিৎসককেও পদোন্নতি দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য।
অনুসন্ধানে জানা গেছে, এসব পদোন্নতির পেছনে প্রধান উপদেষ্টার দপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেট কাজ করছে। একই সঙ্গে নিজেদের দলে ভেড়াতে বিএনপি, জামায়াত ও এনসিপির একটি পক্ষও তাদের জন্য সুপারিশ করছে বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, পদোন্নতি হচ্ছে স্বৈরাচার আমলের একটি নির্বাহী আদেশে। ১১ থেকে ২০তম বিসিএসকে সিনিয়র স্কেল পরীক্ষা (পদোন্নতির পরীক্ষা) থেকে বিধিবহির্ভূত প্রমার্জনা দিয়ে যে অবৈধ পদোন্নতি চলমান রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের প্রশাসন, জুলাই বিপ্লবের পর একই প্রক্রিয়ায় পদোন্নতি চলমান রয়েছে। ফলে বঞ্চিত সিনিয়র স্কেল পরীক্ষা পাস ক্যাডারদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, আওয়ামীপন্থিদের পদোন্নতির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও অভিযোগ এলেই কেবল খতিয়ে দেখা হয়। কারণ, আওয়ামীপন্থি সবার তালিকা আমাদের কাছে নেই, কোনো সংগঠনও দেয়নি। ফলে যখনই যার ব্যাপারে অভিযোগ আসছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: আমার দেশ